Header Ads

Header ADS

পালন পদ্ধতি


হাঁস চাষে কি ধরণের খাঁচা বা ঘর বাছাই করবে 
বাড়িতে হাঁস পালন করার জন্য আপনাকে প্রথমে উপযুক্ত ঘর তৈরি করতে হবে এক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি আছে এক্ষেত্রে আপনি হাঁসের ঘর বানানোর জন্য বাঁশ, বেত, টিন, ছন, খড় ইত্যাদি ব্যবহার করতে পারেন এছাড়াও যদি সম্ভব হয় তাহলে হাঁসের জন্য  ইট দিয়ে ঘর তৈরি করে দিতে পারেন এটি অনেক মজবুত হবে  
হাঁসের জাত বাছাই করা  
বিশ্বে অনেক প্রজাতির হাঁস রয়েছে এদের জাত যেমন ভিন্ন তেমনি নামও ভিন্ন ভিন্ন তবে আমাদের দেশেও বেশ কিছু জাতের হাঁসের পালন করা হয়ে থাকে আমাদের দেশে প্রচলিত হাঁসের জাত গুলো হল খাকি ক্যাম্পেবেল,  ইন্ডিয়ান রানার, সিলেট মিটি নাগেশ্বরী, দেশী ইত্যাদি  
কিভাবে হাঁস পালন করবেন সঠিক নিয়মে যত্ন নিবেন
হাঁস পালন করার জন্য বেশী পরিশ্রম করতে হয় না প্রায় সবধরনের জায়গায় হাঁস পালন করা যায় নিচু, উচু, স্যাতসেতে বা জল এবং শুকনো খটখটে- প্রায় সবরকম জায়গায় হাঁস পালন চলবে বরং জল বা স্যাতসেতে জায়গা হাঁসের বেশি পছন্দ তবে হাঁস পালনের জন্য খেয়াল রাখতে হবে যেন হাঁসের ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে

No comments

Theme images by konradlew. Powered by Blogger.