Header Ads

Header ADS

Common tailorbird

টুনটুনি পাখি :

টুনটুনির ইংরেজী নাম Common tailorbird অর্থাৎ দর্জি পাখি। এরা গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে বাসা বানায়।
বৈজ্ঞানিক নাম--Orthotommus sutoriu 






টুনটুনি আকারে ছোট পাখি। এদের যত চালাক পাখি ভাবা হয় আসলে তা নয়। এরা যেমন চালাক তেমন বোকা। টুনটুনি বিপদ দেখলেই চেঁচামেচি করে। ফলে সহজেই শত্রুর কবলে পড়ে।

বাসা :

টুনটুনির বাসা খুব বেশি উচুতে হয়না। সাধারনত এরা ৬-১০ সেমি উচ্চতায় বাসা বাধে। ছোট গুল্ম জাতীয় গাছ অথবা ঝোপঝাড় এদের প্রধান পছন্দ।এরা সাধারণত ৩ টা ডিম দিয়ে থাকে।



খাবার :
শিমলাউকাঠ বাদামসূর্যমূখীডুমুরলেবু এগুলো গাছে এরা বেশি বাসা বাধে।পুরুষ ও স্ত্রী পাখি মিলে বাসা তৈরী করে। 

No comments

Theme images by konradlew. Powered by Blogger.